BLUE WHALE POINT
স্বরচিত কবিতা
বায়াযীদ বিন আমীর
ব্লু হোয়েলর করাল গ্রাস
একটি সময়
মানুষ ছিল
সহজ, সরল সত্য,
হাজার বছর বেচে ও হতো না
অযথা কাজে মত্ত।
কাজ করে করে জীবন কাটাতো
করতো না সময় নষ্ট,
খেল তামাশার সময় হতো না
ছিলনা যে পথভ্রষ্ট।
আমরা এখন সেই সে মানুষ
সময় জীবনে অল্প,
তবুও যেন সময় কাটেনা
করি তাই অযথা গল্প।
তাদের মত দীর্ঘ জীবন
আমাদের যদি হতো,
তাহলে কতযে বেহুদা কাজে
হয়ে যেতাম আমরা রত!
ক্ষুদ্র জীবনে সময় কাটাতে
মিলাই কতযে মেলা,
অকর্মা সব লিখা পড়া ছেড়ে
খেলি যে কত খেলা।
লুডু পাশা আর কেরামবোর্ডে
সময় টা শেষ হয়,
নেট,ফেইসবুক, গেমস খেলে খেলে
জীবন টা হয় ক্ষয়।
ব্লু হোয়েলের করালগ্রাসে
ঝড়ে পড়ে কিছু প্রান,
অকর্মা দের বেহুদা কাজে
সমাজ টা খানখান।
নিরর্থ কাজ ছেড়ে এসো সবে
লিখা - পড়া, কাজ করি,
জ্ঞানী গুনী দের অনুসরণে
জীবন টা কে গড়ি।
ব্লু হোয়েলের ধুকায় যেন
না হারায় জীবন,
এসব ছেড়ে করি সকলে
সময় মূল্যায়ন।
No comments